বৃহস্পতিবার বিজয়া দশমীর বিসর্জনের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে এ বছরের দুর্গোৎসব। উমা ফিরছেন কৈলাসে, আর সেই সঙ্গে মনখারাপ নেমে এসেছে বাঙালির ঘরে ঘরে। এবারের পুজো এসেছিল অনেক আগেই— সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আর শেষও হয়ে গেল অক্টোবরের দ্বিতীয় দিনেই। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে অপেক্ষার পালা— আগামী বছরের শারদোৎসবের। এরই মধ্যে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
আগামী বছর ১০ অক্টোবর (শনিবার) মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার দিনেই শেষ হবে পিতৃপক্ষ, আর ঘরে ঘরে বাজবে আগমনীর সুর— “জাগো দুর্গা”।
এর ঠিক এক সপ্তাহ পর, ১৭ অক্টোবর (শনিবার) পড়ছে ষষ্ঠী। সেই দিন থেকেই শুরু হবে দুর্গাপুজোর আনুষ্ঠানিক পর্ব— দেবীর বোধন, মণ্ডপ উদ্বোধন আর উৎসবের আবহে মেতে উঠবে শহর থেকে গ্রাম।
১৮ অক্টোবর (রবিবার) সপ্তমীতে ভোরবেলায় কলাবউ স্নান ও নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে মূল পুজো।
পরের দিন, ১৯ অক্টোবর (সোমবার) অষ্টমী— পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অষ্টমীর অঞ্জলির ভিড়, সন্ধ্যায় হবে সন্ধিপুজো, যা বাঙালির আবেগের চূড়ান্ত প্রকাশ।
২০ অক্টোবর (মঙ্গলবার) নবমীতে চলবে নানা আচার-অনুষ্ঠান, রাতভর সাংস্কৃতিক উৎসব।
শেষে, ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই মহোৎসবের। সিঁদুর খেলা, প্রণাম আর মিষ্টিমুখে মেতে উঠবে গোটা রাজ্য।
এ বছরের পুজো শেষের কয়েকদিন পরই, ৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। আর আগামী বছর তা হবে ২৫ অক্টোবর।
এক নজরে আগামী বছরের শারদীয় উৎসব—
মহালয়া: ১০ অক্টোবর ২০২৬
ষষ্ঠী: ১৭ অক্টোবর ২০২৬
সপ্তমী: ১৮ অক্টোবর ২০২৬
অষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬
নবমী: ২০ অক্টোবর ২০২৬
বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬