Home / খবর / রাজ্য / পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দশমীতে মাঝেমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দশমীতে মাঝেমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

নবমীর রাত থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। অল্পস্বল্প বৃষ্টি সঙ্গে নিয়ে কলকাতা ডুবে ছিল দুর্গাপুজোর আনন্দে, তখনই শেষ দিনে চমক দিতে প্রস্তুত বঙ্গোপসাগর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যা পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে বিজয়া দশমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভিজে যেতে পারে উৎসবের আবহ।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিম দিক হয়ে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশে অনিয়মিত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই বছর পুজোয় প্রায় শুকনো আবহাওয়া উপভোগ করা শহরবাসীর জন্য শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা একপ্রকার অপ্রত্যাশিত। আবহাওয়া অফিসের এক কর্তা বলেন, “দশমীর দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, যদিও তা সারাদিন ধরে চলবে না। কিছু কিছু জায়গায় বৃষ্টির দাপট প্রবল হতে পারে।”

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে বাতাসের গতিবেগ বাড়তে পারে। আগামী কয়েক দিন উপকূলবর্তী অঞ্চলে উত্তাল সাগরের পরিস্থিতি বিরাজ করতে পারে।

পুজো কমিটি ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে যেখানে বড় মিছিল বা বিসর্জনের আয়োজন রয়েছে। প্রবল বৃষ্টির সময় কোথাও কোথাও জল জমে যাওয়া ও যানজটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

টানা চার দিনের পরিষ্কার আকাশ ও রঙিন উৎসবের পর, আজ পুজোর শেষ দিনে বৃষ্টি রেখেই চমক দিচ্ছে বঙ্গোপসাগর।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *