মণ্ডপে মণ্ডপে ভিড় । ছবি রাজীব বসু
দুর্গাপুজোর ষষ্ঠীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

তবে সপ্তমীতে বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ—সব জেলাতেই সোমবার আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকবে।

তবে নবমী ও দশমীতে ফের নতুন নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে অষ্টমীর পর পুজোর বড় দিনগুলিতে আবারও ভিজতে পারে বাংলা।