Home / খবর / জেলায় জেলায় / জয়নগরে এ বার সিকিমের রা-ভাংলা দর্শন! সঙ্গে বড় আকর্ষণ উত্তমকুমার

জয়নগরে এ বার সিকিমের রা-ভাংলা দর্শন! সঙ্গে বড় আকর্ষণ উত্তমকুমার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দেখতে দেখতে চলে এল পুজো। মহালয়ার পর থেকেই বহু জায়গায় শুরু হয়েছে ঠাকুর দেখা। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় এবার নজরকাড়া থিম নিয়ে এসেছে পুজো কমিটি গুলো। তা থেকে কোন অংশে পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতি বছরেই থিমে নজর কাড়ে তারা। এবারও ব্যতিক্রম নয়। তাঁদের পুজো এবার ৩২তম বছরে পড়েছে।পুজো কমিটির সম্পাদক চন্দন চ্যাটার্জী বলেন, থিম রাখা হয়েছে ‘রাবাংলার পরিব্রজ্যা’। যেখানে রাঢ় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়েছে।

ভার্চুয়ালি এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপের সঙ্গে মানানসই করে রাখা হয়েছে প্রতিমা।

পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা ব্যক্তি মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে মণ্ডপের পাশে তার বিভিন্ন ধরনের চলচ্চিত্রের ছবি তুলে ধরা হয়েছে। এ ছাড়া উত্তম কুমারের জন্ম শতবর্ষে পুজোর একটি দিন জুড়ে তাঁরই সিনেমার বিভিন্ন গান বাজানোর পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।

এই রীতি শুরু হয়েছিল বছর কয়েক আগে জয়নগরের বহড়ুর ভূমিপূত্র হেমন্ত মুখোপাধ্যায়েয় জন্মশতবর্ষে। সে বার জয়নগর থানার তৎকালীন আইসি অতনু সাঁতরা পুজো কমিটি গুলিকে প্রস্তাব দেন, পুজোর একটি দিন হেমন্তকে উৎসর্গ করে দিনভর তাঁর গান বাজানো হোক। সেই প্রস্তাব মেনে সপ্তমীর দিন হেমন্তের গান বাজে জয়নগর জুড়ে প্রতিটি মণ্ডপে। এ বার উত্তম কুমারের গানে মুখরিত হবে এলাকা। উত্তমকুমার বাঙালির অন্যতম সেরা আই কন।তাই জয়নগর জয়চন্ডীতলা নতুনত্ব আনলো এবছরও।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *