Home / খবর / রাজ্য / ২০২৬ নির্বাচনের পর ‘সোনার বাংলা’ গড়ুক নতুন সরকার, কলকাতায় এসে মা দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহের

২০২৬ নির্বাচনের পর ‘সোনার বাংলা’ গড়ুক নতুন সরকার, কলকাতায় এসে মা দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহের

সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে অমিত শাহ। ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যেন এমন একটি নতুন সরকার গঠিত হয়, যা রাজ্যের হারানো ‘সোনার বাংলা’র গৌরব ফিরিয়ে আনতে পারে।

দুই দিনের সফরে কলকাতায় আসা অমিত শাহ বলেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি—এই নির্বাচনের পর এমন একটি সরকার আসুক, যা ‘সোনার বাংলা’ গড়তে পারে। আমাদের বাংলা আবার নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও পরিপূর্ণ হোক। আমরা যেন সেই বাংলাই গড়তে পারি, যার স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন।”

তিনি রাজ্যবাসী ও দেশবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছাও জানান।

উদ্বোধনের মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বৃষ্টিজনিত মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, “উৎসবের শুরুতেই আমরা এক দুঃখজনক মুহূর্তের সাক্ষী হয়েছি। ১০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।” উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বরের প্রবল বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল।

অমিত শাহ বলেন, “বাংলার দুর্গাপুজো শুধু এই রাজ্য বা দেশের নয়, সমগ্র বিশ্বের সাংস্কৃতিক সম্পদ। এই নয় দিনের উৎসব আজ সারা বিশ্বে পরিচিত। প্রতিটি বাঙালি এই সময়ে শক্তির উপাসনায় নিবেদিত হন।”

তিনি আশা প্রকাশ করেন, “এই দুর্গোৎসব বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাক। রাজ্যের উন্নতির মাধ্যমে আমরা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের উন্নত ভারতের লক্ষ্যে পৌঁছাতে পারি।”

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বিজেপি-সমর্থিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC)-এর দুর্গাপুজোর মণ্ডপও উদ্বোধন করেন তিনি।

তিনি সমাজসংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান। অমিত শাহ বলেন, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কেউ ভুলতে পারে না। তিনি বাঙালি ভাষা, সংস্কৃতি ও নারীশিক্ষার জন্য আজীবন কাজ করেছেন। বিজেপির কোটি কোটি কর্মীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।”

এ দিন বিকেলে অমিত শাহ কালীঘাট মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। প্রায় ১৫ মিনিট মন্দিরে থেকে পূজা দেন তিনি। তাঁর আগমনের আগে পুরো এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *