Home / খবর / রাজ্য / পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

পুজোর মুখে রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৪৫-৫০ শতাংশ নম্বরের সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে, যাদের উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বরের সঙ্গে ৪ বছরের B.El.Ed. বা ২ বছরের স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা রয়েছে, তারাও যোগ্য হবেন। তবে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের TET পরীক্ষায় পাশ করতে হবে।

প্রার্থীদের বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সে ছাড় পাবেন। আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ৬০০ টাকা, ওবিসিদের জন্য ৫০০ টাকা এবং SC, ST, EWS ও PWD প্রার্থীদের জন্য ৩০০ টাকা।

নিয়োগের ক্ষেত্রে নম্বর বিভাজন হবে এভাবে—

  • মাধ্যমিক: ৫ নম্বর
  • উচ্চ মাধ্যমিক: ১০ নম্বর
  • ডিএলএড: ১৫ নম্বর
  • টেট: ৫ নম্বর
  • এক্সট্রা কারিকুলাম কার্যকলাপ: ৫ নম্বর
  • ইন্টারভিউ: ৫ নম্বর
  • অ্যাপটিটিউড টেস্ট/প্যারা টিচার অভিজ্ঞতা: ৫ নম্বর

সব মিলিয়ে মোট ৫০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে করা হবে। খুব শীঘ্রই আবেদন পোর্টাল খোলা হবে বলে জানিয়েছে পর্ষদ। আবেদনকারীদের নিয়মিত পর্ষদের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *