উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এবছর ৪ অক্টোবর জেলার পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে।
এই প্রথম জয়নগর বিধানসভার নিমপীঠে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার কার্নিভাল এলাকা আবার পরিদর্শন করলেন বারুইপুর মহকুমা ডিএমডিসি পারমিতা শীল চক্রবর্তী, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর সি আই সুবীর ঢালি, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায়,জয়নগর দু নম্বর বিডিও মনোজিত বসু, জয়নগর বিদ্যুৎ দফতরের আধিকারিক সাইফুল সরদার ,বারুইপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রদীপ পাল,জয়নগর-২ পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল, সমাজসেবী তুহিন বিশ্বাস, ক্যানিং মহকুমা তথ্য সংস্কৃতিক আধিকারিক আইনুল হক,দীপক জয়সওয়াল সহ আরো অনেকে।
এর পরে কী ভাবে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে সে বিষয়ে নিমপীঠ বিডিও অফিসে এক আলোচনা সভা হয়ে গেল। যাতে ভার্চুয়াল অংশ নেন অতিরিক্ত জেলাশাসক।কিভাবে অনুষ্ঠান টি সফল করা হবে।কোথায় গাড়ি পার্কিং করা হবে সমস্ত বিষয়টি আলোচনায় উঠে আসে।










