Home / খবর / জেলায় জেলায় / আসানসোল ও কুলটিতে সেনাবাহিনীর জমি অবৈধভাবে দখলের অভিযোগ, সতর্ক করে লাগানো হল বোর্ড

আসানসোল ও কুলটিতে সেনাবাহিনীর জমি অবৈধভাবে দখলের অভিযোগ, সতর্ক করে লাগানো হল বোর্ড

আসানসোল উত্তর থানা এলাকার শীতলা মন্দিরের কাছে সেনাবাহিনীর জমিতে অবৈধ দখলের অভিযোগ উঠছে।

এই জমিতে একটি বিখ্যাত মন্দিরও রয়েছে। যেখানে প্রতিদিন প্রচুর ভক্তরা পুজো দিতে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মন্দিরের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়। যে কারণে এলাকার বাসিন্দাদের যথেষ্ট অসুবিধা হয়।

স্থানীয় বাসিন্দারা এর আগে এই বিষয়ে সেনা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরেই বৃহস্পতিবার সেনা বাহিনীর জওয়ানরা এলাকায় আসেন ও ব্যবস্থা নেন। ওই জমিতে একটি সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা আছে, যে এই জমি সেনাবাহিনীর সম্পত্তি। তাই এখানে যে কোনও ধরনের অবৈধ দখল বেআইনি। তাই এই দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই এই বিষয়ে সতর্ক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা সেনা বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এর ফলে মন্দির এলাকায় শৃঙ্খলার উন্নতি হবে ও ভক্তদের স্বস্তি মিলবে। জানা গেছে, আসানসোল উত্তর থানার পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও দখলদারদের চিহ্নিত করা যায়নি।

অন্য দিকে, এদিন সকালে কুলটির নিয়ামতপুরে ভারতীয় সেনাবাহিনীর প্রায় ১৫ একর (৪৫ বিঘা) জমিতে “প্রতিরক্ষা জমি দখল” (প্রতিরক্ষা ভূমি দখল) স্থাপন করা হয়েছে। এই জমিটি বেশ কয়েকটি এলাকায় বিস্তৃত। যার মধ্যে রয়েছে নিয়ামতপুরের শিব মন্দির মেলা মাঠ, আজাদ বস্তির কিছু অংশ, কৈরি পাড়ার আশেপাশের এলাকা। এই এলাকা রহমান পাড়ার কাছাকাছি।

এদিন সকালে, অফিসার এবং জওয়ানরা একটি বড় সেনাবাহিনীর গাড়িতে করে এলাকায় আসেন। রহমান পাড়ার কাছে একটি ছোট খালি মাঠের মতো জায়গায় একটি বোর্ড লাগানো হয়। যাতপ লেখা ছিল: প্রতিরক্ষা দপ্তরের জমি দখল অবৈধ। এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সেনাবাহিনী তার সম্পত্তিতে কোনও দখল সহ্য করবে না। স্থানীয় সূত্র অনুসারে, নিযমতপুর এলাকায় বেশ কয়েকটি সেনাবাহিনীর জমি ইতিমধ্যেই দখল করা হয়েছে। তাই ভবিষ্যতে দখলদারি আটকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *