ছবি: রাজীব বসু
কলকাতা: আকাশ ভেঙে নামল বৃষ্টি, আর তার সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি কলকাতার বইপাড়ায়। মঙ্গলবার ভোরের জলধারায় হাঁটু সমান জলে ডুবে লক্ষ লক্ষ টাকার নতুন বই। জলে ভেসে অথবা ছিঁড়ে গিয়ে খোয়া গেছে নিয়মিত বই থেকে শুরু করে পুজোবার্ষিকী। জলমগ্ন দোকানের সামনে ভাসছে বইয়ের শব!

শরতের এই অকাল বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে পড়েছেন কলেজ স্ট্রিটের প্রকাশকরা। বড় সংস্থার পাশাপাশি ছোট-মাঝারি প্রকাশকদেরও কার্যত মাথায় হাত। শুধু বই নয়, ভিজে নষ্ট হয়েছে একাধিক ছাপাখানার যন্ত্রও।

এক মাঝারি প্রকাশনার কর্ণধার জানান, বই তো গেছেই, সঙ্গে গেছে কাগজও। প্রায় ২৫ হাজার টাকার কাগজ তোলা ছিল, ছাপাখানায় নিয়ে যাওয়ার জন্য, জল ঢুকে সেসবও গেছে, যেটুকু আছে, তা আর ছাপার অবস্থায় নেই।

আরেক প্রকাশনার তরফে জানানো হল, তাদের বহু বিক্রিত বইও নষ্ট হয়ে গেছে। চাহিদা ছিল, অর্ডার মতো বিক্রেতাদের কাছে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এক রাতের বৃষ্টিতেই সব শেষ।

এ ব্যাপারে গিল্ডের কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “কমবেশি সবার ক্ষতি হয়েছে। ইনসিওরেন্স ক্লেম করা হয়েছে।” তবে তাঁর মতে, সমস্যা আরও গভীরে— “ছোট বিক্রেতাদের সিংহভাগের নির্দিষ্ট পরিচয়পত্র নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। পরিকল্পনাহীনভাবে চলছে বইপাড়া। এই ধারা বদলাতেই হবে।”