বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তার আওতায় রয়েছে কলকাতার পাশের দক্ষিণ ২৪ পরগনাও। অর্থাৎ গড়িয়া, যাদবপুর, বেহালার মতো সোমবার রাতে যে সব এলাকায় ‘মেঘভাঙা বৃষ্টি’ হয়েছিল, সেগুলিতেও ফের বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে মিয়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। সেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রাথমিক অনুমান, ওই সিস্টেমটি ওডিশা–অন্ধ্রপ্রদেশের সীমানার দিকে এগোলেও বাংলার উপকূলবর্তী অঞ্চলের খুব কাছ দিয়ে যাবে। তাই শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহবিদদের আশঙ্কা, পুজোর মধ্যেই এটি শেষ নিম্নচাপ নয়। আগামী ৩০ সেপ্টেম্বর, দুর্গাপুজোর অষ্টমীর দিনও বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেটি কোথায় তৈরি হবে বা কোন পথে অগ্রসর হবে, তা এখনও নিশ্চিত হয়নি। ফলে আপাতত আজকের সিস্টেম নিয়েই কড়া নজর রাখছে আবহাওয়া দফতর।