এশিয়া কাপের সুপার ফোরে দাপট দেখাল টিম ইন্ডিয়া। কার্যত সেমিফাইনালের গুরুত্ব থাকা ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সূর্যকুমার যাদবের দল।
বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত হয় ভারতের। মাত্র ৩৭ বলে তিনি খেলেন ৭৫ রানের ইনিংস। তাঁর আউট হওয়ার পর কিছুটা ব্যাকফুটে যায় ভারত। তবে হার্দিক পাণ্ডিয়ার ৩৮ রানের ইনিংস ভর করে নির্ধারিত কুড়ি ওভারে ১৬৮ রান তোলে ভারত।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাটিং। প্রথম থেকেই বুমরাহর আগুনে বোলিংয়ে ধাক্কা খায় তারা। ওপেনার সইফ হাসান কিছুটা লড়াই করলেও সঙ্গী পাননি কাউকে। একমাত্র তিনিই লড়লেন ৬৯ রান করে। শেষমেশ ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। বুমরাহ ও বরুণ চক্রবর্তী শিকার করেন ২টি করে উইকেট। অক্ষর প্যাটেল ও তিলক বর্মা পান ১টি করে উইকেট। তবে ভারতের ফিল্ডিংয়ে বারবার ক্যাচ ফেলার প্রবণতা রইল বড় চিন্তার কারণ।