দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখার বড় ভরসা মেট্রো। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ নিলেন কর্তৃপক্ষ। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর চলবে মেট্রো। এছাড়া ব্লু, গ্রিন, পার্পল এবং ইয়েলো লাইনে সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।
ব্লু লাইন পরিষেবা
🔹 পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৬২টি মেট্রো।
🔹 ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা।
🔹 সপ্তমী, অষ্টমী, নবমী (২৯, ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর): দুপুর ১টা থেকে টানা ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে।
🔹 দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা।
গ্রিন লাইন পরিষেবা
🔹 পঞ্চমী: প্রথম মেট্রো সকাল সাড়ে ৭টায়, শেষ মেট্রো রাত ১১টা।
🔹 ষষ্ঠী: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত সাড়ে ১১টা।
🔹 সপ্তমী, অষ্টমী, নবমী: দুপুর ১টা ৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত পরিষেবা।
🔹 দশমী: দুপুর ১টা ৩০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে।
অরেঞ্জ লাইন: ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত ব্যস্ত সময়ে ৬-৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ফলে প্যান্ডেল হপিং হবে আরও সহজ।