কলকাতায় টানা রাতভর বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত শহর। মঙ্গলবার সকাল থেকে কিছুটা বিরতি মিললেও দিনভর ছিল অনিশ্চয়তার আবহ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।
হাওয়া অফিসের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরেই সোমবার রাতের প্রবল বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় এর অবস্থান বদলাবে না। পাশাপাশি, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। সেটি ঘনীভূত হয়ে শুক্রবার অন্ধ্র ও ওড়িশা উপকূলের মাঝে পৌঁছতে পারে। এর প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়েই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।