উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদের মুখে পড়েও অক্ষত অবস্থায় ঘরে ফিরলেন সুন্দরবনের ৯ জন মৎস্যজীবী। মৈপিঠ কোস্টাল থানার তৎপরতায় প্রাণে বাঁচলেন তাঁরা।
রবিবার বিকেলে নগেনাবাদের ৯ জন মৎস্যজীবী ‘মা মাসুনা’ ট্রলার নিয়ে জিঞ্জির দ্বীপের কাছে মাছ ধরতে গিয়েছিলেন। আচমকাই সামুদ্রিক ঝড়ে ট্রলারের পাঠাতন ভেঙে জল ঢুকতে শুরু করে। কাপড় ও বস্তা দিয়ে ভাঙা অংশ আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। নেটওয়ার্ক সমস্যায় পরিবারের সঙ্গে যোগাযোগও সম্ভব হচ্ছিল না।
শেষমেশ কালিবেরা জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছে টাওয়ার পাওয়া গেলে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মৈপিঠ কোস্টাল থানার ওসি শান্তনু বিশ্বাস পুলিশ কর্মীদের নিয়ে লঞ্চে ঘটনাস্থলে ছুটে যান। সময়মতো ট্রলারটি খুঁজে পান এবং ৯ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেন।
গভীর রাতে বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁদের পরিবারের লোকজন। মৎস্যজীবী মোরসালিম শেখ ও রাজ্জাক গাজীর কথায়, “ঠিক সময়ে পুলিশ না পৌঁছালে আজ আমরা বাঁচতাম না। তাঁরা ঈশ্বরের দূত হয়ে আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন।”