তমলুক: পূর্ব মেদিনীপুরের তমলুকের নেতাজিনগর বাজারে সোমবার দুপুরে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে একটি সোনার দোকানে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায় এলাকায়। দোকানের মালিক ও কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে লুটপাট চালায় তারা। সোনা ও নগদ মিলে প্রাথমিক হিসাবে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজন দুষ্কৃতী হেঁটে দোকানে প্রবেশ করেছিল। লুটের পর আতঙ্ক ছড়াতে শূন্যে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। হঠাৎ দিনের আলোয় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের বাজারে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। তমলুকের এসডিপিও আফজাল আবরার জানান, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে অভিযোগ মিললেই চুরি যাওয়া গয়নার সঠিক পরিমাণ জানা যাবে।