বৃষ্টি মাথায় নিয়ে পুজোর কেনাকাটায় ভিড় নিউমার্কেটে। ছবি: রাজীব বসু
এবারের দুর্গাপুজোয় দুইটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেবীপক্ষের শুরুর দিকেই দক্ষিণবঙ্গে মিলতে পারে বৃষ্টির দাপট। তবে আবহাওয়াবিদদের আশার কথা— অষ্টমী থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।
২২ সেপ্টেম্বর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে প্রথম নিম্নচাপ তৈরি হবে। ২৬ সেপ্টেম্বর একই এলাকায় দ্বিতীয় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় নিম্নচাপই স্থলভাগে ঢুকে মূলত মধ্যভারতের দিকে যাবে।
দক্ষিণবঙ্গে ২২–২৩ সেপ্টেম্বর প্রথম নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবার ২৭–২৮ সেপ্টেম্বর দ্বিতীয় নিম্নচাপের কারণে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সিস্টেম ছত্তিশগড়–মহারাষ্ট্রের দিকে সরে যায়, তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু যদি ঝাড়খণ্ড–মধ্যপ্রদেশ হয়ে উত্তর ভারতের দিকে যায়, তবে ২৬ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। পুরুলিয়া ও বাঁকুড়ায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ষষ্ঠী–সপ্তমীতে, তবে অষ্টমী থেকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হবে।
উত্তরবঙ্গ ও সিকিমে বড় কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। স্বাভাবিক মৌসুমি বৃষ্টি হবে— রোদ-বৃষ্টির খেলা চলবে, যাতায়াতে তেমন সমস্যা হবে না।
উত্তর ভারতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেবে। হিমাচল ও কাশ্মীরে ২৫ সেপ্টেম্বরের পর থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরাখণ্ডে কয়েকদিন ভারী বৃষ্টি থাকতে পারে, তবে বড় বিপর্যয়ের সম্ভাবনা নেই।
সারকথা, দক্ষিণবঙ্গের পুজোর প্রথম দিক কিছুটা ভিজে যাবে বৃষ্টিতে, তবে অষ্টমী থেকে আবহাওয়া অনেকটাই উন্নতি করবে। উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর ভারতের বেশিরভাগ এলাকায় ভ্রমণবান্ধব আবহাওয়া থাকবে।