কোলফিল্ড টাইমস: ভরণপোষণের সামর্থ্য না-থাকলে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে না-করাই শ্রেয়— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কেরল হাই কোর্ট। সম্প্রতি এক মামলার শুনানিতে আদালত জানায়, মুসলিমদের মধ্যে বহুবিবাহ নিয়ে সাধারণ মানুষের মনে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, চাইলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারেন। কিন্তু শরিয়ত আইনের ব্যাখ্যায় আদালতের মত, বহুবিবাহ আসলে ব্যতিক্রম, নিয়ম নয়।
৩৯ বছরের এক মহিলা স্বামীর কাছ থেকে মাসে ১০ হাজার টাকা ভরণপোষণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। ওই মহিলা স্বামীর দ্বিতীয় স্ত্রী। অভিযোগ, ভিক্ষা করেই সংসার চালান তাঁর স্বামী এবং আরও একটি বিয়ে করার পরিকল্পনাও করেছেন। এ পরিস্থিতিতে হাই কোর্ট জানায়, ভিক্ষুক স্বামীকে ভরণপোষণের টাকা দেওয়ার নির্দেশ আদালত দিতে পারে না। তবে মামলাকারী মহিলা যাতে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা পান, তার দায়িত্ব নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বহুবিবাহ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, যিনি একাধিক স্ত্রীর দায়িত্ব সমানভাবে নিতে পারবেন না, তাঁর বহুবিবাহ করা উচিত নয়। আদালত আরও জানিয়েছে, বর্তমানে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ক্ষেত্রেই একটিমাত্র বিয়ের প্রচলন রয়েছে। ধর্মীয় নেতাদের কর্তব্য, যাঁরা এখনও একাধিক বিয়ে করেন তাঁদের সচেতন করা। পাশাপাশি প্রশাসনেরও উচিত, যাঁরা আইনের মৌলিক নীতি সম্পর্কে অজ্ঞ থেকে একাধিক বিয়ে করেন, তাঁদের যথাযথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।