Home / খবর / জেলায় জেলায় / দুর্গা প্রতিমার মুখ চুরি, নিছক সৌন্দর্যের আকর্ষণ না কি ষড়যন্ত্র? তদন্তে পুলিশ

দুর্গা প্রতিমার মুখ চুরি, নিছক সৌন্দর্যের আকর্ষণ না কি ষড়যন্ত্র? তদন্তে পুলিশ

আসানসোল : প্রতিমার চক্ষুদান শেষ। আর একদিন পরেই চলে যাবে মণ্ডপে। কিন্তু তার আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল আসানসোলে। চুরি হয়ে গেল অপরূপ দুর্গা প্রতিমার মুখ।

দুটি দুর্গা প্রতিমার মুখ চুরি হয়ে যাওয়ার আশ্চর্য ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। একদিন পেরোলেই মহালয়া। তার আগে আজ ১৯ সেপ্টেম্বর সকালে নিজের কারখানায় দুর্গা প্রতিমার গড়নে শেষ তুলির টান দেওয়ার জন্য পৌঁছান শিল্পী বাপি পাল।

তাঁর কারখানা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কুমোরটুলি হিসেবে বিখ্যাত মহিশীলায়। কিন্তু একদিন পরেই যে প্রতিমার এখান থেকে মণ্ডপে যাওয়ার কথা তার দিকে তাকিয়ে বাপিবাবুর ভিরমি খাওয়ার জোগাড়। তিনি দেখেন অপূর্ব সুন্দর প্রতিমার মাথাটি কেউ খুলে নিয়ে চলে গেছে। এরপরই দেখতে পান আরও একটি মূর্তির মাথা নেই। ‌এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। সকলেই খোঁজাখুঁজি করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই ওই মাথা দুটি পাওয়া যায় পাশেরই অন্য এক মূর্তি শিল্পীর কারখানা থেকে। ‌ধরা পড়ে যায় এই কাজে অভিযুক্ত এক যুবক। যার বাড়ি বাইরে অন্য জেলায়। সে এখানে কাজ করতে এসেছিল।

এরপরই ক্ষুব্ধ মানুষজন ওই যুবককে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। যদিও যে কারখানাটি থেকে ওই মুখ দুটি পাওয়া গেছে তার মালিক তথা মূর্তি শিল্পী হরিরঞ্জন পাল বলেন, এসবের কিছুই তিনি জানেন না।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে বাপি পাল বলেন, যে ছেলেটি ধরা পড়েছে সে নিশ্চিত অন্য কারো নির্দেশে এই কাজ করেছে‌। তাই আসল অপরাধীকে ধরার দাবি জানিয়েছেন তিনি। বাপি বাবু বলেন, প্রতিমার মুখের এই ছাঁচ সম্পূর্ণ অন্য ধরনের। নতুন এই ছাঁচ অন্য কারো কাছে নেই। তাই সেটি চুরি করার জন্য নিশ্চিতভাবেই ষড়যন্ত্র করা হয়েছিল। ‌ এর ফলে তার প্রভূত ক্ষতি হলো বলে তিনি জানান। ‌

বাপিবাবু বলেন, মূর্তির অন্য কোনও রকম ক্ষতি করা হয়নি। শুধুমাত্র মুখ দুটি খুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এতেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তার ক্ষতি করার জন্য। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *