ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফের সভাপতি পদে বহাল থাকছেন কল্যাণ চৌবেই। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট হয়েছে, আপাতত কোনও নির্বাচন হচ্ছে না, দায়িত্বে থাকবেন বর্তমান সভাপতি ও তাঁর কমিটি। বিচারপতি এল. পিএস. নরসিংহ এবং বিচারপতি এ.এস. চন্দুরকরের বেঞ্চ জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন সংবিধান কার্যকর করতে হবে।
মামলার জেরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তার অবসান হবে বলে মনে করা হচ্ছে। এতে ফিফার সম্ভাব্য শাস্তিও এড়াতে পারবে এআইএফএফ। আদালতের নির্দেশ অনুযায়ী, বর্তমান কমিটি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবে। তার আগে কোনও নির্বাচন হবে না। ফিফা এবং এএফসি জানিয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান কার্যকর না হলে এআইএফএফকে সাসপেন্ড করা হবে। তবে আদালতের হস্তক্ষেপে সেই আশঙ্কা আপাতত দূরে সরে গেল।
উল্লেখ্য, ২০১৭ সালে নতুন সংবিধান তৈরির প্রক্রিয়া শুরু হয় এবং ২০২২ সালে খসড়া জমা পড়ে সুপ্রিম কোর্টে। সংশোধন সংক্রান্ত নির্দেশ মেনেই এখন তা কার্যকর করতে হবে। আদালতের রায়ের ফলে এআইএফএফের সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে, এবং প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে ফেডারেশন। এর ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও চুক্তি করতে পারবেন সভাপতি কল্যাণ চৌবেই।