কোলফিল্ড টাইমস: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ECL) জন্য COALRR ওয়েব পোর্টাল উদ্বোধন করলেন কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)-এর চেয়ারম্যান পিএম প্রসাদ। কোল ইন্ডিয়ার ডিজিটাল রূপান্তরের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে।
এই পোর্টাল চালুর ফলে জমির নথিপত্রের ডিজিটাইজেশন প্রক্রিয়া এক নতুন দিগন্তে পৌঁছবে এবং পুনর্বাসন ও পুনর্ব্যবস্থাপন (R\&R) সুবিধার বণ্টন পুরোপুরি অনলাইন মাধ্যমে করা হবে।
কর্তৃপক্ষের মতে, COALRR পোর্টালের মাধ্যমে কার্যকারিতা, স্বচ্ছতা এবং জনসাধারণের কাছে সহজলভ্যতা আরও বাড়বে। এটি কোল ইন্ডিয়ার উদ্ভাবন এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়ার ডিরেক্টর (মার্কেটিং) মুকেশ চৌধুরী, ডিরেক্টর (ফাইনান্স) মুকেশ আগরওয়াল, ডিরেক্টর (টেকনিক্যাল) অচ্যুত ঘটক, ইসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) পি অ্যান্ড পি গিরিশ গোপীনাথন নায়ার এবং ইসিএল-এর অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরা।
ইসিএল-এর সিএমডি সতীশ ঝা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।










