Home / খবর / জেলায় জেলায় / পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক, বনদফতরের নজরদারি শুরু

পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক, বনদফতরের নজরদারি শুরু

প্রতীকী ছবি

কোলফিল্ড টাইমস: পুজোর মুখে ফের বাঘের আতঙ্কে কাঁপছে লালগড়। জনাশুলি ও লক্ষ্মণপুরের জঙ্গলে সোমবার একাধিক পায়ের ছাপ মিলতেই উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ছাপ পরীক্ষা করেন। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এগুলি বড় কোনও বনবিড়াল বা নেকড়ে বাঘের হতে পারে, কিন্তু মাপ বলছে অন্য কথা। পাওয়া ছাপগুলি ১১ সেন্টিমিটার লম্বা ও ১০ সেন্টিমিটার চওড়া—যা রয়্যাল বেঙ্গল টাইগারের থাবার মাপের সঙ্গেই মিলে যায়।

কোনও ঝুঁকি নিতে নারাজ বনদপ্তর। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নজরদারি আরও কড়া করা হচ্ছে।

উল্লেখ্য, লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয়। গত বছর ওড়িশার সিমলিপাল থেকে আসা জিনাত নামের বাঘিনী বেলপাহাড়ি ও বাঁকুড়ায় হইচই ফেলে দিয়েছিল। এমনকি চলতি বছরের গোড়ায় এক পুরুষ বাঘকেও দেখা গিয়েছিল জঙ্গলমহলে। ২০১৮ সালে প্রথম মেলখেড়িয়ার জঙ্গলে বাঘের উপস্থিতি নিশ্চিত করেছিল বনদপ্তরের ক্যামেরা।

বনাধিকারিকদের ধারণা, সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া ও বাঁকুড়ার পথে ফের দক্ষিণরায়ের আগমন ঘটতে পারে লালগড়ে। এখন বনদপ্তরের চোখ ক্যামেরায় ধরা পড়া ছবির দিকেই।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *