কোলফিল্ড টাইমস: ভোটার তালিকা থেকে সফটওয়্যার ব্যবহার করে নাম মুছে ফেলার চক্রান্তের অভিযোগ তুলে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, কর্নাটকের আলন্দ বিধানসভায় ৬ হাজারের বেশি ভোট ডিলিট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই প্রচেষ্টা চালানো হয় বলে অভিযোগ তাঁর। তবে শেষ পর্যন্ত ওই আসনে কংগ্রেস প্রার্থী বি আর পাটিল ১০ হাজার ভোটে জয়ী হন।
রাহুলের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পালটা প্রতিক্রিয়া জানাল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, অনলাইনে ভোট ডিলিট করার কোনও সুযোগ নেই। কোনও ব্যক্তির বক্তব্য শোনার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। কমিশন রাহুলের অভিযোগকে সম্পূর্ণ “মিথ্যা ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে।
যদিও কমিশন স্বীকার করেছে যে আলন্দ কেন্দ্রেই ভোট ডিলিটের চেষ্টা হয়েছিল, এবং সেই ঘটনায় তারাই এফআইআর দায়ের করেছে। তবে রাহুল যে প্রমাণসহ সফটওয়্যার জালিয়াতির অভিযোগ তুলেছেন, তা মানতে নারাজ নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল।