Home / খবর / জেলায় জেলায় / পূর্ব রেলের আসানসোল ডিভিশনে আরও একটি হল্ট স্টেশন, ভিত্তিপ্রস্তর স্থাপনে সাংসদ

পূর্ব রেলের আসানসোল ডিভিশনে আরও একটি হল্ট স্টেশন, ভিত্তিপ্রস্তর স্থাপনে সাংসদ

আসানসোল : আঞ্চলিক রেল পরিকাঠামো এবং যাত্রী সুবিধার উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে, পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মোহনপুর-হাসডিহা সেকশনের কাকনি এবং হাঁসডিহা স্টেশনের মাঝে সর্বধামে নতুন হল্ট স্টেশন করা হল।

মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংসদ নিশিকান্ত দুবে আসানসোলের ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনিতা শ্রীবাস্তব এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে নতুন হল্ট স্টেশনের স্টোন লে ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সাংসদ নিশিকান্ত দুবে বলেন, নতুন এই হল্ট স্টেশনটি কেবল মাত্র যাত্রীদেরই উপকৃত করবে এমনটা নয়। এর পাশাপাশি আর্থ-সামাজিক কার্যকলাপ বৃদ্ধি করবে। এরফলে স্থানীয় পণ্য পরিবহন সহজতর করবে এবং আঞ্চলিক উন্নয়ন এবং স্থানীয় বাণিজ্যকে উৎসাহিত করবে। তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করে এই হল্ট স্টেশন হাজার হাজার যাত্রীকে সরাসরি এবং সুবিধাজনক রেল যোগাযোগ প্রদান করবে। প্রত্যন্ত স্টেশনের উপর নির্ভরতা হ্রাস করবে এবং পড়ুয়া, শ্রমিক ও ব্যবসায়ীদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে।

রেলের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত সর্বধাম হল্ট স্টেশনটি আনুমানিক ৩.৩৪ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে। যাত্রীদের সুবিধা এবং যোগাযোগ বৃদ্ধির জন্য সর্বধাম হল্ট স্টেশনের জন্য একটি বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই উদ্যোগের অধীনে, আধুনিক, যাত্রী-বান্ধব সুযোগ-সুবিধার বিস্তৃত পরিসর বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

প্রধান পরিকাঠামোর মধ্যে রয়েছে টিকিট কাউন্টার সহ সমন্বিত ওয়েটিং রুম এবং স্বাস্থ্যবিধি এবং সুবিধা নিশ্চিত করার জন্য পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার। প্ল্যাটফর্মগুলি উচ্চমানের মান অনুসারে তৈরি করা হবে, যেখানে আচ্ছাদিত বা ঢাকা শেড এবং বসার ব্যবস্থা থাকবে। নিরবচ্ছিন্ন এবং পরিষ্কার জল সরবরাহ নিশ্চিত করা হবে। পানীয় জল সরবরাহ ব্যবস্থার সাথে সংযুক্ত জলের বুথের ব্যবস্থা করা হবে। যাত্রীদের সুবিধার্থে সিলিং ফ্যান এবং পরিমিত আলোর ব্যবস্থা করা হবে ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *