স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ শুরু হচ্ছে আজ থেকেই। ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।
কমিশন জানিয়েছে, প্রথমে নবম-দশমের উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীরা চাইলে তা চ্যালেঞ্জও করতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্রও প্রকাশিত হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মডেল উত্তরপত্র ২০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষার্থীরা কোনও অসঙ্গতি মনে করলে পাঁচ দিনের মধ্যে অনলাইনে জানাতে পারবেন। উত্তরপত্র দুই বছর সংরক্ষণ করা হবে, আর পরীক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান কপি রাখা হবে দশ বছর পর্যন্ত।
এর পরে মডেল উত্তরপত্র প্রকাশের ভিত্তিতে ফলাফল তৈরি হবে। নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে কমিশন।