দুর্গাপুর: দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আসানসোল কর্পোরেশনের সঙ্গে বেতন বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নামলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের অস্থায়ী সাফাই কর্মীরা। সোমবার দুপুরে গান্ধী মোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে শুরু হয় মহামিছিল। বেলা দেড়টার মধ্যে তা এসে শেষ হয় সিটি সেন্টারের ডিএমসি অফিসের সামনে।
কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসির অধীনস্থ ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক সাফাই কর্মী যোগ দেন। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি বারবার জানানো হলেও প্রশাসনের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।
মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসির সভাপতি তথা ডিএমসি সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ সাহা। উপস্থিত ছিলেন হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট কনভেনর রজত দীক্ষিত, অ্যালোয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুণ্ডু, সাধারণ সম্পাদক লক্ষণ রায়, সম্পাদক কানায় বসাক-সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনও সমাধান হয়নি। স্মারকলিপি পেশ করে তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন।