কোলফিল্ড টাইমস: ঝাড়খণ্ডে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে হাজারিবাগের গিরহোর থানা এলাকায় পানাতিতরির জঙ্গলে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা-সহ তিন জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশ যৌথ অভিযান চালায়। গিরিডি-বোকারো সীমান্তের কাছে কারান্দি গ্রামে সকাল ৬টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। দুই পক্ষের মধ্যে নাগাড়ে গুলি চলার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় সহদেব-সহ আরও দুই মাওবাদী নেতার।
বাকি দুই নিহত মাওবাদী নেতা হলেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গানঝু ওরফে রামখেলাওয়ান। এর মধ্যে রঘুনাথ হেমব্রম ছিলেন বিহার-ঝাড়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, বীরসেন গানঝু ছিলেন জোনাল কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।
নিরাপত্তা বাহিনী তিন মাওবাদীর দেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।