বৃষ্টিভেজা কলকাতা। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: রবিবার দুপুরের পর থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। অন্য দিকে, পূর্বাভাস মতোই উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার জেরে কার্শিয়াং পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন।
হাওয়া অফিস বলছে, বৃষ্টির সম্ভাবনা বেশিউত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। শনি-রবিবারে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদদের মতে, নির্ধারিত সময়ের তিন দিন আগেই, অর্থাৎ ১৭ সেপ্টেম্বরের বদলে গতকালই রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে বর্ষার বিদায়যাত্রা শুরু হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে পঞ্জাব ও গুজরাটের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। গত এক দশকে এত দ্রুত বর্ষা বিদায়ের নজির আর নেই।

এই সময়সূচি বহাল থাকলে নির্ধারিত সময়েরও আগে, অর্থাৎ ১০-১২ অক্টোবরের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। তবে ইতিহাস বলছে, বিদায়যাত্রার সময় ঘনিয়ে এলেই এক দফা প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়। সেই কারণেই প্রশ্ন উঠছে, এবারে কি রাজ্যবাসীকে আবারও ভাসাবে বিদায়ী বর্ষা?