রজনীকান্তের নতুন ছবি কুলি সম্বন্ধে নেতিবাচক মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদপত্রের কাটিং ঘুরপাক খাচ্ছিল, যেখানে দাবি করা হয় আমির না কি কুলিকে ‘বড় ভুল’ বলেছেন। যদিও শনিবার এমন গুজবকে রাজনীতিকদের মতো উড়িয়ে দিল আমিরের টিম।
সোশ্যাল মিডিয়ায় ওই স্ক্রিনশটে দাবি করা হয়, আমির বলেছেন ছবিতে তাঁর থাকার কোনও বিশেষ উদ্দেশ্য নেই এবং চিত্রনাট্যও দুর্বল। তবে এ প্রসঙ্গে এক বিবৃতিতে আমির খানের মুখপাত্র স্পষ্ট জানান, “অভিনেতা এ ধরনের কোনও সাক্ষাৎকার দেননি এবং কুলি ছবি নিয়ে কোনও নেতিবাচক মন্তব্যও করেননি।”
তাঁরা আরও জানান, ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয় করেছে। মুখপাত্র বলেন, “রজনীকান্তজি, লোকেশজি এবং কুলি দলের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমির। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয় করেছে, সেটাই সব বলে দিচ্ছে।”
উল্লেখ্য, গত ১৪ আগস্ট মুক্তি পায় লোকেশ কানাগারাজ পরিচালিত তামিল ছবি কুলি। রজনীকান্তের সঙ্গে ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায় আমির খানকে। ছবিতে অভিনয় করেছেন নাগার্জুনা আক্কিনেনি, সৌবিন শাহির, উপেন্দ্র ও শ্রুতি হাসানও।
ছবিতে আমির খানের চরিত্রের নাম ‘দাহা’, যিনি এক গ্যাংস্টার। মুক্তির পর তাঁর চরিত্রকে ঘিরে নানা সমালোচনা হলেও আমির জানিয়েছিলেন, কেবল রজনীকান্তের সঙ্গে কাজ করার সুযোগ পেতেই তিনি ছবিতে অভিনয়ে রাজি হয়েছিলেন। বর্তমানে কুলি প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু করেছে।