ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: দিন আষ্টেক পরেই মহালয়া, তারপরেই শুরু দেবীপক্ষ। তাই পুজোর আগে কেনাকাটার মরশুমে জমজমাট হয়ে উঠেছে শহরের বিভিন্ন বাজার। শনিবার আধা-ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে কলকাতার অন্যতম ব্যস্ত শপিং হাব নিউমার্কেটে। দুপুর গড়াতেই সেই ভিড় প্রায় উপচে পড়ার মতো চেহারা নেয়।

বাজার জুড়ে দেখা গেল নতুন পোশাক, জুতো, ব্যাগ থেকে শুরু করে নানা ধরণের গৃহস্থালির সামগ্রী কেনার হিড়িক। ক্রেতাদের ভিড়ে হাঁটা-চলা দুষ্কর হয়ে ওঠে নিউমার্কেটের ভেতরের সরু গলিগুলিতে। শহরতলি এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন পুজোর কেনাকাটায়। অনেক দোকানদার জানাচ্ছেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার বিক্রি দ্বিগুণ বেড়েছে।
একজন ক্রেতা জানান, “প্রতিবছরই পুজোর আগে একদিন নিউমার্কেটে আসা যেন এক রকম রীতি হয়ে দাঁড়িয়েছে। ভিড় থাকলেও বাজারে কেনাকাটার আনন্দ আলাদা।” অন্যদিকে এক দোকানদারের কথায়, “শুক্রবার থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল। কিন্তু শনিবার বিক্রি বেশ ভালোই।”

নিউমার্কেটের ভিড় সামলাতে এদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে লালবাজারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক জায়গায় সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে।