মালদহে অস্বাভাবিক মৃত্যু হল ২৪ বছরের আদিবাসী ছাত্রী অনিন্দিতা সরেনের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ছিলেন। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে অনুমান, প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যা করেছেন অনিন্দিতা। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, খুন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে অনিন্দিতার প্রেমের সম্পর্ক ছিল। এমনকি পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেছিলেন তাঁরা। অভিযোগ, সম্প্রতি অনিন্দিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা সামাজিক মতে বিয়ের পরামর্শ দিলেও প্রেমিক তাতে রাজি ছিলেন না। উল্টে অনিন্দিতাকে গর্ভপাতে বাধ্য করেন বলে অভিযোগ। এর পর থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কয়েক দিন আগে প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে যান অনিন্দিতা এবং একটি হোটেলে ঘর ভাড়া নেন।
শুক্রবার সকাল ১১টা নাগাদ পরিবারকে খবর দেওয়া হয়, অনিন্দিতা অসুস্থ হয়ে মালদহ মেডিক্যালে ভর্তি। তড়িঘড়ি পৌঁছে তাঁরা দেখেন, অনিন্দিতা মৃত। পরিবারের অভিযোগ, প্রেমিকই ষড়যন্ত্র করে বিষ খাইয়ে খুন করেছেন তাঁকে।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা না খুন—তা খতিয়ে দেখা হচ্ছে।