Home / খবর / রাজ্য / হাওড়ার দাশনগরে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তেজনা তুঙ্গে

হাওড়ার দাশনগরে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তেজনা তুঙ্গে

কোলফিল্ড টাইমস: বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার দাশনগরে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দাশনগরের আরতি কটন মিলের মাঠে বিজেপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন শমীক। সেই সময় তৃণমূল কংগ্রেসের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে প্রতিবাদে সরব হন কর্মীরা।

মনোজ তিওয়ারির অভিযোগ, ‘‘প্রায় পাঁচ বছর ধরে আরতি কটন মিলে কোনও গতি নেই। শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে। নেই বোনাস, গ্র্যাচুইটি। মিল কর্তৃপক্ষ কিংবা কেন্দ্র—কোনও পক্ষেরই শ্রমিকদের নিয়ে উদ্বেগ নেই। অথচ ভোট এলে বিজেপি মানুষের পাশে থাকার নাটক শুরু করে। এখানে ফুটবল খেলা হচ্ছে, অথচ ১০০ দিনের টাকা, সড়ক প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্র।’’ তিনি দাবি করেন, এ নিয়ে স্থানীয় সাংসদ সংসদেও সরব হয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করেনি।

এ দিন শমীক ভট্টাচার্যের গাড়ি ঢুকতেই তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বড়সড় পুলিশ বাহিনী এবং র্যাফ।

প্রতিবাদের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোনও মন্ত্রী প্রতিবাদ করেছেন জানি না। তবে মিল বন্ধ থাকলে শ্রমিকরা চাইবেনই সেটি খোলা হোক—আমরাও তাই চাই। বাংলায় বহু কলকারখানায় শুধু তালা পড়ছে না, জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বদলানো দরকার। এই মিল খোলার বিষয়ে এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও আগেই বলেছিলেন। আমি টেক্সটাইল কমিটির অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও বিষয়টি উত্থাপন করেছি। ভারত সরকারও এ নিয়ে উদ্যোগ নিচ্ছে।’’

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *