কোলফিল্ড টাইমস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু মামলা খারিজই নয়, মামলাকারী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকেই ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কার্তিক মহারাজ। সেই বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানহানিকর’ বলে দাবি করে মামলা দায়ের করেন সব্যসাচী দত্ত। তবে এ দিন আদালত জানায়, মামলার কোনও সারবত্তা নেই এবং অযথা আদালতের সময় নষ্ট করা হচ্ছে। তাই মামলাটি খারিজ করার পাশাপাশি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ের পর বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল, আদালতের নির্দেশে সেই সত্য প্রকাশ পেল।”
উল্লেখ্য, বর্তমানে কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন এবং তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত। বিভিন্ন সময়ে শাসকদলের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে ঘিরে বিতর্ক কম হয়নি। এমনকি রাজনৈতিক দলের মঞ্চে উপস্থিত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও হাইকোর্টের নির্দেশের পর এই মামলায় তৃণমূল বা সব্যসাচী দত্তের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।