জলপাইগুড়ি: সদর শহরে মুখ্যমন্ত্রীর সভার আগেই দুর্নীতির পোস্টারে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। ওই ব্লকের মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতিমূলক পোস্টার পড়ায় জোর চাঞ্চল্য চড়ায়।
কেন্দ্রীয় সরকারি প্রকল্পের এক ফাণ্ডের ২৫ লক্ষ টাকার হিসেব চাওয়া হয়েছে ওই পোস্টার গুলিতে। এর পাশাপাশি সিবিআই তদন্ত করে প্রধান সীমা রায়কে গ্রেপ্তারিরও দাবি জানান হয়েছে।
জেলা সদরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই এই ধরণের পোস্টার ওই এলাকায় পড়ায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, এটা শাসকদলের গোষ্ঠী কোন্দলের ফল। অন্যদিকে এ ধরণের পোস্টারে বিরোধীদের হাত দেখছে তৃণমূল।
2 Comments