উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রাণ গেল দুই ছাত্রের। বুধবার সকালে মালদহের সামসি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহানের। দু’জনেই মালদহের পুখুরিয়ার শ্রীপুর বল্লভপুরের বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল।
জানা গিয়েছে, তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা দিতে বাইকে সামসির দিকে যাচ্ছিল তারা। পথে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে তাঁদের বাইকে। ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুই ছাত্র। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্য-সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। শোকের ছায়া নামে সামসি এগ্রিল হাই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে-সহ একাধিক শিক্ষক-শিক্ষাকর্মী হাসপাতালে পৌঁছন।
মৃতদেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখতে ভিড় জমে স্থানীয় মানুষজনের। পরিবারে নেমে এসেছে গভীর শোক। দু’জনের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা এলাকা।