আজ, বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির।
ভারতের গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, পরাকিস্তান ও ওমান। আজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান।
দীর্ঘ সাত মাস পর টি-টোয়েন্টি ফর্ম্যাটে ফিরছে ভারতীয় দল। তবে অধিনায়ক জানিয়েছেন, আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় কোনও সমস্যায় পড়বেন না ক্রিকেটাররা। এবার ফেভারিট দল হিসেবেই খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে গৌতম গম্ভীরের কোচিংয়ে এই ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে ভারতের গত এক বছরে।
অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি নিয়েছে আমিরশাহি। যদিও সেই সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।
আজকের ম্যাচ শুরু হবে রাত ৮টায়। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।