কলকাতা/ঝাড়গ্রাম: বালি পাচার মামলায় সোমবার ভোর থেকে রাজ্যের একাধিক জায়গায় হানা দিল ইডি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলির বাড়ি থেকে ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। তিনতলা বাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি জব্দ করেছে তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তদন্তকারীরা রওনা দেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল অভিযানে। সোমবার ভোরে একসঙ্গে তল্লাশি শুরু হয় কলকাতার বেহালা, রিজেন্ট কলোনি, টালিগঞ্জ, সল্টলেক ও নদিয়া-উত্তর ২৪ পরগনার একাধিক ঠিকানায়।
কলকাতায় ব্যবসায়ী অরুণ শ্রফের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পাশাপাশি ঝাড়গ্রামে ছয় জায়গায় অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুরের শেখ জহিরুল আগে ভিলেজ পুলিশ ছিলেন। পরে চাকরি ছেড়ে বালির ব্যবসা শুরু করেন। সুবর্ণরেখা নদীর পাড়েই তাঁর বালি খাদান রয়েছে। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চাইছেন না।
কেন্দ্রীয় সংস্থা উদ্ধার হওয়া টাকা ও নথি খতিয়ে দেখছে। ইডি-র দাবি, বালি পাচারের সঙ্গে যুক্ত অর্থনৈতিক লেনদেনের নথিও তাদের হাতে এসেছে।