Home / খবর / দেশ / রবিবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, রাতের আকাশে দেখা যাবে টকটকে লাল চাঁদ

রবিবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, রাতের আকাশে দেখা যাবে টকটকে লাল চাঁদ

কোলফিল্ড টাইমস: রবিবার, ৭ সেপ্টেম্বর রাতে আকাশে ধরা দেবে বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ৮টা ৫৮ মিনিট থেকে চাঁদ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠবে এবং ক্রমশ লালচে আভা নেবে। ভারত থেকে সবচেয়ে স্পষ্ট লাল চাঁদ দেখা যাবে রাত ১১টা ৪২ মিনিটে।

কখন দেখা যাবে গ্রহণ

  • আন্তর্জাতিক সময় (GMT): ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ৫৫ মিনিটে।
  • ভারতীয় সময়: ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিটে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর ২টা ২৫ মিনিটে শেষ।
  • পূর্ণগ্রাস বা সর্বাধিক পর্যায়: ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট ধরে টকটকে লাল চাঁদ দেখা যাবে।

কোথায় কোথায় দেখা যাবে

এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বহু জায়গা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। ভারতের প্রায় সব বড় শহর—কলকাতা, দিল্লি, মুম্বই, পুনে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে খালি চোখেই দেখা যাবে লাল চাঁদ। তবে আকাশে মেঘ ও আবহাওয়ার উপর নির্ভর করবে দৃশ্যমানতা।

কেন চাঁদ লাল হয়

গ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে চলে আসে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করার সময় নীল-বেগুনি তরঙ্গ শোষিত হয়। শুধু লাল-কমলা রঙের দীর্ঘ তরঙ্গ চাঁদে পৌঁছয়। তাই তখন চাঁদকে টকটকে লাল দেখায়।

সেপ্টেম্বরের বিশেষত্ব

এই বছর পিতৃপক্ষের শুরু ও শেষ— দুই সময়েই গ্রহণ ঘটছে। ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে সেপ্টেম্বর মাস জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *