Home / খবর / দেশ / মুম্বই উড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর হুমকি, নয়ডা থেকে গ্রেফতার যুবক

মুম্বই উড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর হুমকি, নয়ডা থেকে গ্রেফতার যুবক

মুম্বই জুড়ে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে— শুক্রবার এমন বার্তা আসতেই তীব্র আতঙ্ক ছড়ায় শহরে। জারি হয় হাই অ্যালার্ট। তবে হুমকি পাওয়ার এক দিনের মধ্যেই গ্রেপ্তার হল অভিযুক্ত। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে মেসেজ করে শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অশ্বিনীকুমার। বিহারের বাসিন্দা হলেও তিনি গত পাঁচ বছর ধরে নয়ডায় থাকছিলেন। নয়ডার সেক্টর-১১৩ থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অনন্ত চতুর্দশীর দিন মুম্বই পুলিশের হেল্পলাইনে একটি বার্তা আসে। সেখানে দাবি করা হয়, শহরে ছড়িয়ে পড়েছে ৩৪ জন মানব বোমা, যাঁদের কাছে রয়েছে ৪০০ কেজি আরডিএক্স। তাঁরা ৩৪টি গাড়িতে বিভক্ত হয়ে হামলার ছক কষছে। এমনকি দাবি করা হয়, ওই বিস্ফোরণে এক কোটি মানুষের মৃত্যু হবে। বার্তার প্রেরক নিজেকে লস্কর-ই-জিহাদি সংগঠনের সদস্য বলেও পরিচয় দেয়।

এই হুমকি পাওয়ার পরই গোটা মুম্বইয়ে নিরাপত্তা জোরদার হয়, শুরু হয় নাকা-চেকিং। তবে কোনও বিপজ্জনক বস্তু উদ্ধার হয়নি। ধৃতকে জেরা করে হুমকির আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। তার সত্যিই কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *