আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দুপুরের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় দুপুরের পর থেকে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানেও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে শুক্রবার বিকেলের পর থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া পরিস্থিতি বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে।