Home / খবর / দেশ / শহর জুড়ে ৩৪টি ‘মানব বোমা’, ১৪ পাক জঙ্গি! ভয়াবহ বিস্ফোরণের হুমকি পেল মুম্বই পুলিশ

শহর জুড়ে ৩৪টি ‘মানব বোমা’, ১৪ পাক জঙ্গি! ভয়াবহ বিস্ফোরণের হুমকি পেল মুম্বই পুলিশ

মুম্বই পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়ঙ্কর হুমকি বার্তা। যাতে দাবি করা হয়েছে, শহরের বিভিন্ন জায়গায় মোট ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ বসানো হয়েছে। এছাড়াও বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ জন জঙ্গি ভারতে ঢুকেছে এবং ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে।

বার্তায় স্পষ্টভাবে লেখা ছিল, “এই বিস্ফোরণে পুরো মুম্বই কেঁপে উঠবে।”

হুমকি বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, এই হামলার পরিকল্পনার পিছনে ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি সংগঠন রয়েছে।

এমন সময়েই এই হুমকি এসেছে যখন মুম্বই শহরজুড়ে গণেশ উৎসব চলছে। শনিবার উৎসবের শেষ দিনে লাখো ভক্ত রাস্তায় নামবেন। তাই নিরাপত্তার দিক থেকে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।

পুলিশ ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। হুমকির উৎস কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *