Home / খবর / দেশ / দেশে শিশু মৃত্যুহারে রেকর্ড পতন, দশ বছরে প্রায় ১২ শতাংশ হ্রাস

দেশে শিশু মৃত্যুহারে রেকর্ড পতন, দশ বছরে প্রায় ১২ শতাংশ হ্রাস

কোলফিল্ড টাইমস: দেশের স্বাস্থ্যক্ষেত্রে বড় সাফল্য। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রকাশিত Sample Registration System (SRS) Report 2023 অনুযায়ী, গত এক দশকে ভারতের শিশুমৃত্যুর হার (Infant Mortality Rate-IMR) প্রায় ১২ শতাংশ কমেছে। জন্ম ও মৃত্যুর হারও রেকর্ড কমেছে।

শিশুমৃত্যুর হার নির্ধারিত হয় প্রতি হাজার সদ্যোজাত শিশুর মধ্যে এক বছরের আগে কতজনের মৃত্যু হচ্ছে, তার উপর ভিত্তি করে। ২০১৩ সালে প্রতি হাজারে ৪০ জন শিশুর মৃত্যু হলেও ২০২৩ সালে সেই সংখ্যা নেমে এসেছে ২৫-এ। অর্থাৎ এক দশকে প্রায় ৩৭.৫ শতাংশ হ্রাস।

গ্রাম ও শহরাঞ্চলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে—

  • গ্রামাঞ্চল: ২০১৩ সালে শিশু মৃত্যুহার ছিল প্রতি হাজারে ৪৪, যা কমে ২০২৩-এ দাঁড়িয়েছে ২৮-এ।
  • শহরাঞ্চল: ২০১৩ সালের ২৭ থেকে কমে ২০২৩ সালে হয়েছে ১৮।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান

  • সবচেয়ে বেশি শিশুমৃত্যুর হার: মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও উত্তরপ্রদেশে।
  • সবচেয়ে কম শিশুমৃত্যুর হার: কেরল ও মণিপুরে।

জন্মহার ও মৃত্যুহারের পরিবর্তন

শিশু মৃত্যুর পাশাপাশি জন্মহার ও মৃত্যুহারও কমেছে।

  • জন্মহার: ২০১৩ সালে ২১.৪% থেকে কমে ২০২৩ সালে ১৮.৪%।
  • গ্রামে ২২.৯% → ২০.৩%
  • শহরে ১৭.৩% → ১৪.৯%
  • সর্বোচ্চ জন্মহার: বিহার
  • সর্বনিম্ন জন্মহার: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
  • মৃত্যুহার: ২০১৩ সালে ৭.০% থেকে কমে ২০২৩ সালে ৬.৪%।
  • সর্বোচ্চ মৃত্যুহার: ছত্তিসগড় (৮.৩%)
  • সর্বনিম্ন মৃত্যুহার: চণ্ডীগড় (৪.০%)

বিশেষজ্ঞদের মত

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রসূতি ও নবজাতকের চিকিৎসা পরিষেবা বাড়ানো, টিকাকরণ কর্মসূচি, সচেতনতা এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা উন্নত হওয়াতেই এই সাফল্য এসেছে। তবে এখনও দেশের কয়েকটি রাজ্যে উচ্চ শিশুমৃত্যুহার বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *