কোলফিল্ড টাইমস: বার্নপুরের নিউটাউন ১৬ নম্বর রোডে সেল আইএসপি বা ইস্কো কারখানার কর্মীদের সুবিধার্থে একটি নতুন গেট চালু করা হল।
বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ফিতে কেটে ও ফলক উন্মোচন করে সেই গেটের উদ্বোধন করেন ইডি (ওয়ার্কস) দীপ্তেন্দু ঘোষ, ইডি (মেটেরিয়ালস্) অভীক দে, সিআইএসএফের ডিআইজি প্রবোধ চন্দ্র, সিজিএম বিনীত রাওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজিএম অভিন্দ্র ঘোষ, এস দত্ত, এস তফাদার, অভয় কুমার, পিকে মোহান্তি, জিএম ভাস্কর কুমার, অনিল ভার্মা, সিআইএসএফের ইন্সপেক্টর মহেশ নাথ পান্ডে, কোম্পানি কমান্ডার নীহার রঞ্জন বেহেরা, ডেপুটি কমান্ড্যান্ট ভিপি সুরেন, সহকারী কমান্ড্যান্ট এনপি পুরিয়া, ইনটাকের বিপ্লব মাজি, অজয় রায়, বিএমএসের সঞ্জিত বন্দোপাধ্যায়, শ্রীকান্ত সাহা প্রমুখ।
এই অনুষ্ঠানে ইডি দীপ্তেন্দু ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে নিউটাউন এলাকা এবং বাইরে থেকে আসা সেল আইএসপির কর্মীরা কারখানায় প্রবেশের জন্য একটি গেটের দাবি জানিয়ে আসছিলেন। যা আজ পূরণ হল। এই গেট দিয়ে শুধুমাত্র সাইকেল এবং দুই চাকার যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে।
সিআইএসএফের ডিআইজি প্রবোধ চন্দ্র বলেন, পুরো কারখানার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের কাঁধে রয়েছে। যা খুব ভালোভাবে করা হচ্ছে। এই গেটে সর্বদা সিআইএসএফ মোতায়েন থাকবে। জানা গেছে, এই নিউটাউন গেটের নামকরণ করা হয়েছে ‘সোমনাথ দ্বার ‘।