কোলফিল্ড টাইমস: দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর।
জানা গেছে, রাজ্যে প্রথম মডেল কোর্ট পেতে চলেছে দুর্গাপুরের বাসিন্দারা। তারই প্রেক্ষিতে পরিদর্শনে আসেন জেলার জজ। সাথে ছিলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মবকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।
এই মডেল কোর্ট ভবনের উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। থাকবেন আইন মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য বিচারপতিরা।
উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা প্রশাসনের পুরোনো বিল্ডিংয়ে এতদিন মহকুমা আদালতের সকল কাজকর্ম হয়ে আসছে। কিন্তু উত্তোরত্তর ওই পুরোনো বিল্ডিং – এ কাজের চাপ বাড়ছিল। তারফলে জায়গার সংকুলান দেখা দিচ্ছিল। তাছাড়া, বহু পুরানো হয়ে যাওয়ায় এবং নিয়মিত সংস্কার না হওয়ায় বিল্ডিংটি ক্ষতির মুখে পড়ে, ভগ্ন দশায় পরিণত হয়। সেই কারনে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
বহু টালবাহানার পর ২০১৯ সালে এডিডিএ-এর উদ্যোগে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন ভবনটি।