Home / খবর / বিশ্ব / পাকিস্তানের বালুচিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

পাকিস্তানের বালুচিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার কোয়েটা শহরের এক স্টেডিয়ামের পার্কিং লটে বিস্ফোরণটি ঘটে। সেখানে বালুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)-র শতাধিক সদস্য একত্রিত হয়েছিলেন। এএফপি জানিয়েছে, অন্তত ১৮ জন আহত হয়েছেন।

সরকারি আধিকারিক হামজা শফাত জানিয়েছেন, এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী নেতা সারদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। হামলার সময় তাঁর ছেলে সারদার আখতার মেঙ্গলও উপস্থিত ছিলেন, তবে তিনি নিরাপদে আছেন। শফাত আরও জানান, প্রায় ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, “আমাদের কাছে যে খবর এসেছে তাতে দেখা যাচ্ছে সভা শেষ হওয়ার পর মানুষ বেরিয়ে আসার সময় পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।”

পুলিশ কর্মকর্তা অথার রশিদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলেই মনে হচ্ছে।

এর আগে, উত্তর-পশ্চিম পাকিস্তানের বান্নু শহরে এক আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ছয়জন নিরাপত্তারক্ষী এবং ছয়জন জঙ্গি ছিল। ভোরে এক জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে আধাসামরিক বাহিনীর ঘাঁটির দেয়ালে ধাক্কা মেরে প্রবেশপথ তৈরি করে। এরপর আরও কয়েকজন জঙ্গি ভেতরে ঢুকে পড়ে এবং প্রায় ১২ ঘণ্টা ধরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলি চলে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *