পাণ্ডবেশ্বর ও আসানসোল : ক্লোরিন ট্যাঙ্ক লিক করে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত মহিলার নাম জ্যোৎস্না পট্টনায়ক(৬১)। এই ঘটনায় অসুস্থ হয়েছেন আরো আট জন।
সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার ফুলবাগানে অজয় নদী ঘাট সংলগ্ন পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল প্রকল্পে। এই জল প্রকল্পের জন্য একটা জল পরিশোধন কেন্দ্রও রয়েছে সেখানে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও পান্ডবেশ্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা।
জানা গেছে, সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পাণ্ডবেশ্বরের ফুলবাগান সংলগ্ন অজয় নদীর পিএইচইর জল প্রকল্পের জল পরিশোধন কেন্দ্রে ক্লোরিনের ট্যাঙ্ক লিক করে। এরপর বিষাক্ত ক্লোরিন গ্যাস বেরিয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে গোটা এলাকা ভরে যায়। সেই গ্যাসে হাঁসফাঁস অবস্থা হয় এলাকার বাসিন্দাদের। তাতে অসুস্থ হয়ে পড়েন আট জন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশও। দ্রুত অসুস্থদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালের পাশাপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুরে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়া বছর ৬১এর জ্যোৎস্না পট্টনায়ককে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে রাত নটা নাগাদ নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
জানা গেছে, মৃত বৃদ্ধা ওই জল প্রকল্প লাগোয়া ফুলবাগান মোড়ে জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের আবাসনে থাকতেন। অন্যদিকে, এই ঘটনায় বাকি অসুস্থ ৮ জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই ব্লক প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, কী ভাবে ক্লোরিন ট্যাঙ্ক লিক করলো তা এখনও স্পষ্ট হয়নি। পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বলেন, কি কারণে এই গ্যাস লিকের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে জন স্বাস্থ্য কারিগরি দপ্তর। ব্লক প্রশাসন এই ঘটনার জন্য যাতে পানীয় জল সরবরাহ ব্যাহত না হয় দেখছে। পাশাপাশি অসুস্থদের চিকিৎসার দিকে নজর রাখা হচ্ছে।
এদিকে, পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।