Home / খবর / জেলায় জেলায় / ক্যানিংয়ে চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে, ধৃত দুই

ক্যানিংয়ে চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে, ধৃত দুই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মঙ্গলবার সাত সকালে ক্যানিং এর তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে।আর সিসিটিভি-তে ধরা পড়ল সেই দৃশ্য। মৃত যুবকের নাম শেখ জামির উদ্দিন।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি রাজাপুর গ্রামে।আর এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় ক্যানিং থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।তবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ও।আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় শেখ জামির উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় ক্যানিং থানায়। দেহটি উদ্ধার করে এদিনই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ওই যুবকের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে। কিন্তু ক্যানিংয়ে সে কী করতে গিয়েছিল,তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

ইতিমধ্যে ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক একেবারে নিথরভাবে পড়ে থাকা দেহের এক পায়ে দড়ি বেধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার আগে পোস্টে বেঁধে মারধর করা হয় বলে ও অভিযোগ। শুধু তাই নয় তাকে বাঁশ-পেটাও করা হয়।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এদিন সকালে উঠে দেখলাম এক যুবক পড়ে রয়েছে। শুনলাম, চুরি করেছে সেই কারণেই পিটিয়ে মারা হয়েছে। তবে কোথায় চুরি করেছে সে বিষয়ে কিছু জানেন না বলেই জানান স্থানীয় ওই ব্যক্তি। আগে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। আতঙ্কে আছি।এই ঘটনার পর এলাকায় পর্যাপ্ত পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।তবে এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *