Home / বিনোদন / জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল কলকাতায়, ইসলামি সংগঠনের আপত্তির জের?

জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল কলকাতায়, ইসলামি সংগঠনের আপত্তির জের?

কোলফিল্ড টাইমস: পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির আয়োজিত সাহিত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল গীতিকার জাভেদ আখতারের। তবে অনুষ্ঠান ঘিরে আপত্তি তোলে কয়েকটি কট্টর ইসলামি সংগঠন। তাদের হুঁশিয়ারির পর সোমবার অনুষ্ঠানটি বাতিল করে দেয় উর্দু অ্যাকাডেমি।

‘উর্দু ইন হিন্দি সিনেমা’ শিরোনামের ওই অনুষ্ঠানে বলিউডে উর্দুর প্রয়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সঙ্গে ছিল কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক পর্ব। ১ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল জাভেদের।

কিন্তু জাভেদকে আমন্ত্রণের খবর প্রকাশ্যে আসতেই আপত্তি জানায় জমিয়েত উলেমা-ই-হিন্দ। তাদের দাবি, যিনি ধর্ম বা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেন, তাঁকে আমন্ত্রণ জানানো চলবে না। হুমকি দিয়ে সংগঠনটি জানায়, জাভেদকে নিয়ে অনুষ্ঠান হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে, ২০০৭ সালে লেখিকা তসলিমা নাসরিনকে ঘিরে যেভাবে হিংসাত্মক প্রতিবাদ হয়েছিল, এবারও তেমন ঘটতে পারে।

যদিও উর্দু অ্যাকাডেমি দাবি করেছে, “অনিবার্য কারণবশত” অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। তবে বিশিষ্টজনদের একাংশ এর তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে।

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *