আজ, সোমবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
তিয়ানজিনে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে এসসিও-র ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্ট করছে। এ বছর সম্মেলনের গুরুত্ব আরও বেড়েছে, কারণ একদিকে ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক শুল্কনীতি, অন্যদিকে ভারত-চিন সম্পর্ক উন্নয়নের প্রয়াসে রবিবার মোদী ও শি জিনপিংয়ের বৈঠক।
২৫তম এসসিও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার রাতেই হয়েছে এক জাঁকজমকপূর্ণ ভোজসভা। যা আয়োজন করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর স্ত্রী পেং লিইউয়ানকে সঙ্গে নিয়ে তিনি আন্তর্জাতিক অতিথিদের স্বাগত জানান তিয়ানজিন শহরে।
ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন, আজকের মূল সম্মেলনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
তিয়ানজিন শহরে এখন সাজো সাজো রব। সম্মেলন ভেন্যুর বাইরে থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তীব্র নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির আমেজ। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন দেশের নেতারা পৌঁছাবেন, যা তৈরি করবে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনার ক্ষেত্র। আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা গঠনে আজ তিয়ানজিন হয়ে উঠেছে কূটনীতির কেন্দ্রবিন্দু।