দিল্লি-বেইজিং সম্পর্ক উন্নতির আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে চিনে রয়েছেন। রবিবার তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় দুপুরে (ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে) এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১০ মাসে এটি হবে মোদী ও জিনপিংয়ের দ্বিতীয় শীর্ষ বৈঠক। এর আগে ২০২৪ সালে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দুই নেতা সাক্ষাৎ করেছিলেন।
প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সাত বছর পর তিনি প্রথমবার চিন সফরে গেলেন। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত ও চিন উভয় দেশকেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা ও বাণিজ্য ইস্যুতে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে।
শনিবার জাপান সফর শেষ করে প্রধানমন্ত্রী মোদী চিনে পৌঁছান। তিয়ানজিনের বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় প্রবাসীদের কাছ থেকে তিনি উষ্ণ ও উচ্ছ্বসিত অভ্যর্থনা পান। রবিবার ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা এসসিও সম্মেলনের আগে এই সফরকে ঘিরে ইতিমধ্যেই বেড়েছে কূটনৈতিক গুরুত্ব।