ছবি: রাজীব বসু
কলকাতায় আলিয়ঁ দ্য ফ্রঁসে প্রকাশিত হল ঋতুপর্ণা সেনগুপ্তর কবিতার বই My Balcony Sea and Other Poems। বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়ঁ দ্য ফ্রঁসের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন এবং সম্পর্ক প্রকাশনীর সুনন্দন রায় চৌধুরী।
বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে অভিনয়ের দাপট বজায় রেখেছেন ঋতুপর্ণা। তবে অভিনয়েই সীমাবদ্ধ নন তিনি। সমাজসেবামূলক কাজ থেকে লেখালিখি—সবেতেই সক্রিয় অভিনেত্রী। এ বার তাঁর কবিতার বই প্রকাশিত হল, যা ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।

এ দিন আলিয়ঁ দ্য ফ্রঁসের আয়োজিত অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই প্রকাশনার মাধ্যমে অভিনয়ের পাশাপাশি সাহিত্যজগতে তাঁর আরেকটি পদক্ষেপ ধরা পড়ল।